অভিনব প্রতিবাদ, ই-স্কুটারে করে নবান্ন গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ এক অভিনব প্রতিবাদের সাক্ষি থাকল মহানগরীর জনতা। পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কালীঘাটের বাসভবন থেকে ব্যাটারি চালিত ই-স্কুটিতে চেপে নবান্নে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১১টা নাগাদ নিজের কালীঘাটের বাড়ি থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের স্কুটির পিছনে বসে রওনা হন মুখ্যমন্ত্রী। কনভয়ের মতো করেই ইলেকট্রিক বাইকে মমতাকে ঘিরে থাকেন নিরাপত্তারক্ষীরাও। পুরমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর গলায় আছে প্রতিবাদী ব্যানারও।এদিন নবান্নে পৌঁছে মমতা জানিয়ে দেন যে আজ বিকাল ৫টায় তিনি এই স্কুটিতে চেপেই বাড়ি ফিরবেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে দেশের জনগণের দুর্দশা বাড়িয়ে চলছে, রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, তার প্রতিবাদ করতেই আজ এই সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিক বৈঠক করে সেই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, মোদি সরকার মানুষকে ভাঁওতা দিচ্ছে। লাগামহীনভাবে বাড়ছে পেট্রল এবং ডিজেলের দাম। নাভিঃশ্বাস উঠেছে আমজনতার।মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে পেট্রলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম বেড়েছে, আমরা তার প্রতিবাদ করছি। একটা গ্যাস সিলিন্ডার ৮০০ টাকা হয়ে গিয়েছে, গতকাল রাতে আবার দাম বেড়েছে। এখন আবার কেরোসিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমার রাজ্যের ১ কোটি মানুষ কেরোসিনে রান্না করেন। তাঁরা রান্না করার জন্য কেরোসিন পাচ্ছেন না। পেট্রল ডিজেলের দাম বাড়লে রান্নাঘরেও আগুন লাগে। সাধারণ মানুষকে সেজন্য ভুগতে হয়। কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ‘মোদি সরকার যখন প্রথম ক্ষমতায় আসে এবং এখনকার দামের মধ্যে ফারাক দেখুন। এর মধ্যে একটা বিরাট ভাঁওতা আছে। এবং সাধারণ মানুষের পকেট কাটা আছে। গ্যাস তো দিচ্ছেনই না, উলটে গ্যাস খাওয়াচ্ছেন। পুরো দেশটাকে মোদি সরকার বেচে দিচ্ছে। এই সরকার জনবিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, যুব সমাজ বিরোধী সরকার, মহিলা বিরোধী সরকার।’ 

এমনিতে মাসখানেক অপরিবর্তিত থাকার পর গত ৬ জানুয়ারি থেকে উর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। এমনকী মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশার মতো কয়েকটি জায়গায় পেট্রলের দর সেঞ্চুরি করে ফেলেছে। কলকাতায় দাম নেহাত কম নয়। প্রতি লিটার পেট্রলের দাম পড়ছে ৯১ টাকা ১২ পয়সা। আর এক লিটার ডিজেল বিকোচ্ছে ৮৪ টাকা ২০ পয়সায়। তারইমধ্যে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে প্রতি লিটার পেট্রল-ডিজেলে এক টাকা সেস প্রত্যাহার করেছে পশ্চিমবঙ্গ সরকার। তাতেও খুব একটা সুরাহা মেলেনি। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। এদিকে মাঝ রাত থেকেই মহার্ঘ্য রান্নার গ্যাসের দাম, একমাসে দাম বৃদ্ধি ১০০ টাকা। দু’সপ্তাহ আগেই এক লাফে বেড়েছিল ২৫ টাকা। বুধবার রাত থেকে এক লাফে আরও ২৫ টাকা দাম বাড়ল সিলিন্ডারের। অর্থাৎ ফেব্রুয়ারিতেই রান্নার গ্যাসের দাম বাড়ল মোট ১০০ টাকা। তা নিয়ে প্রথম থেকেই প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। রাস্তায় নেমে হয়েছে আন্দোলন। আর এবার একেবারে অভিনব পন্থায় প্রতিবাদের পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

error: Content is protected !!