মে দিবসে টুইট মুখ্যমন্ত্রীর, আগামী ৫ মে ডাকলেন দলের বিশেষ বৈঠক
আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর এদিন সকালেই টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি দলের এক বিশেষ বৈঠকও ডেকেছেন আগামী ৫ মে। বৈঠকে দলের নেতানেত্রী, বিধায়ক ও সাংসদদের ডাকা হয়েছে। আর কিছু জেলার দলীয় সভাপতিদের ডাকা হয়েছে। দলের রাজ্য কমিটির সদস্যদেরও এই বৈঠকে ডাকা হইয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি মন্ত্রীদেরও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিভিন্ন জেলার সভাপতি ও চেয়ারম্যানের মধ্যে অনেকেই এই বৈঠকে আমন্ত্রিত থাকছেন বলেই জানা গিয়েছে। মেট্রোপলিটন বাইপাসে তৃণমূল কংগ্রেসের নতুন ভবন তৈরি হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এই ভবনটির উদ্বোধন হবে। তারপর সেখানেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।