এনআইএ-র গ্রেপ্তারির পর অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড করল মুম্বই পুলিশ

মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার এবং সেই গাড়ির মালিক মনসুখ হিরেনের দেহ উদ্ধারের ঘটনায় মুম্বই পুলিশের দাপুটে অফিসার শচীন ভাজেকে গ্রেফতার করে এনআইএ। এবার ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করল মুম্বই পুলিশ। ডিসিপি এস চৈতন্য সাংবাদিকদের জানিয়েছেন, শচীন ভাজেকে সাসপেন্ড করা হয়েছে স্পেশ্যাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ কমিশনারের নির্দেশে। এর আগেও বিতর্কে জড়িয়েছেন শচীন। মুম্বই পুলিশের এনকাউন্টার স্পেশ্যালিস্ট শচীন প্রায় ১৬ বছর সাসপেন্ড ছিলেন। ২০০৩ সালে ২৭ বছরের খোয়াজা ইউনুস নামে এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হন শচীন। গত বছর জুন মাসে সাসপেনশন ওঠে তাঁর। কিছুদিন আগে ক্রাইম ব্রাঞ্চের ইনচার্জ পদে বসেন শচীন।

error: Content is protected !!