সুশান্ত সিং রাজপুত মাদক মামলায় ১২ হাজার পৃষ্ঠার চার্জশিট জমা দিল এনসিবি

ফের মাদক মামলায় সরব এনসিবি। সূত্রের খবর, মাদক মামলায় ফের ১২ হাজার পৃষ্ঠার চার্জশিট জারী করল এনসিবি। ডিজিটাল চার্জশিটে সেই সংখ্যাটি প্রায় ৫০ হাজার।অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী নাম রয়েছে এই চার্জশিটে। পাশাপাশি রিয়া সহ এই চার্জশিটে নাম রয়েছে আরও ৩৩ জনের। রিয়া সহ এই অভিযোগ পত্রে নাম রয়েছে আরও ৩৩ জনের, যাদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ীদের নামও।

error: Content is protected !!