
স্কুলস্তরেই শিক্ষার গেরুয়াকরণ! কোপ গান্ধী হত্যার ইতিহাসে, মুছে গেল আরএসএস নিষিদ্ধকরণের ইতিহাস
একাদশ ও দ্বাদশ শ্রেণির ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় সিলেবাস থেকে মুছে দেওয়া হয়েছে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের হিন্দুত্ববাদী পরিচয়ও। কার্যত মুঘল সাম্রাজ্যের পর এবার কোপ গান্ধীহত্যার ইতিহাসেও! এই হত্যাকাণ্ডের পরবর্তীতে সাম্প্রদায়িকতার বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। সেই বিষয়টির উল্লেখ পর্যন্ত দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবই থেকে মুছে দিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা NCERT। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গান্ধীজির আপসহীন অবস্থান থেকে দু’দশক আগের গুজরাত হিংসা—সবই এখন বাদের খাতায়। এককথায় মোদি সরকার তথা বিজেপিকে অস্বস্তিতে ফেলা যাবতীয় বিষয়ই আসন্ন শিক্ষাবর্ষ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে আর পড়াবে না CBSE এবং উত্তরপ্রদেশ স্কুলশিক্ষা বোর্ড।