বৈসরন উপত্যকা ঘুরে দেখলেন এনআইএ-র ডিজি

বৈসরন উপত্যকা ঘুরে দেখলেন এনআইএ-র ডিজি সদানন্দ দাতে ৷ ঠিক কোন জায়গায় জঙ্গিরা হামলা চালিয়েছিল তা বৃহস্পতিবার খতিয়ে দেখেন তিনি ৷ পাশাপাশি তদন্তের কাজে যুক্ত আধাকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি ৷ তদন্ত কোন পর্যায়ে পৌঁছেছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন ৷ এদিকে, পহেলগাঁওয়ের ২২ এপ্রিলের হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে গোয়ান্দাদের ৷ তাঁদের দাবি, সেদিন পর্যটকদের উপর গুলি চালিয়েছিল ৫ থেকে ৭ জঙ্গি ৷ তাদের মধ্যে ২ জঙ্গি উপত্যকারই স্থানীয় বাসিন্দা ৷ তারা পাকিস্তানে প্রশিক্ষণ পেয়েছিল এবং হামলার ব্যাপারে বাকিদের সাহায্যও করেছে ৷ হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরে এসে পৌঁছয় এনআইএ-র একটি বিশেষ দল ৷ পরে আনুষ্ঠানিকভাবে তারা তদন্তভার হাতে নেয় ৷ আইজি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে শুরু হয় তদন্ত ৷ ধীরে ধীরে তদন্তকারী সংস্থার আরও বেশ কয়েকজন গোয়েন্দা কাশ্মীরে আসেন ৷ তদন্তের নানা কাজ করার জন্য তাঁদের কয়েকটি আলাদা আলাদা দলে বিভাজিত করা হয় ৷ তাঁরা বৈসরন উপত্যকায় থেকেই তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন ৷ আইজি থেকে শুরু ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের বিভিন্ন দলের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ গোয়েন্দাদের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরাও আছেন ৷ বৈসরনের বিভিন্ন এলাকা ধরে ধরে তদন্তের কাজ চলছে ৷ হামলার আগে ও পরে জঙ্গিরা কোন কোন পথ ব্যবহার করেছিল, সে ব্যাাপারে একটি প্রাথমিক ধারনাও তৈরি করতে পেরেছেন গোয়েন্দারা ৷ ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে সেই সমস্ত জায়গায় যাচ্ছেন তদন্তকারীরা ৷ বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ চলছে ৷ তা থেকে জঙ্গিদের সম্পর্কে কোনও তথ্য় পাওয়া যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷

error: Content is protected !!