বাজেট পেশের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা এবং দুই রাষ্ট্রমন্ত্রী ভগবত কিষানরাও কারাড ও পঙ্কজ চৌধুরী। আজ সংসদে বেলা ১১ টা থেকে বাজেট পেশ করবেন তিনি। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশের আগে এমনই আশ্বাসবাণী কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভাগওয়াত কিষানরাও কারাডের৷ এদিন সাংবাদিকদের তিনি জানান, “আজকের দিনটা দেশের জন্য খুবই মঙ্গলময় ৷ আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আজকের বাজেটে যে প্রস্তাবগুলি রাখা হবে আমি তার সম্পূর্ণ পক্ষে রয়েছি ৷ এই বাজেট সমাজের সব স্তরের মানুষের অনুকূলে থাকবে ৷”সংসদে বিনা বাধায় যাতে বাজেট পেশ করা যায়, তা নিশ্চিত করতে কারাড আরও বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা করছেন, শাসক দল হোক বা বিরোধীরা, সবাই একসঙ্গে বসে বাজেট পেশ হওয়া শুনবেন ও সহযোগিতা করবেন ৷”

error: Content is protected !!