টেরিটি বাজার এলাকায় তিনতলার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড  

টেরিটি বাজার এলাকায় তিনতলার বাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে, তিনতলার বাড়ির ছাদের ঘরে হঠাৎ লেগে যায় বিধ্বংসী আগুন। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের ৪টি ইঞ্জিন। পরে পরিস্থিতি সামাল দিতে যায় আরও ৬টি ইঞ্জিন। খবর লেখা পর্যন্ত আগুন নেভানোর প্রক্রিয়া জারি ছিল। দমকল সূত্রে খবর, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে দমকল কর্মীদের। সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ আচমকা আগুন লেগে যায় ওই এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়েছে, সিলিণ্ডার ফাটার শব্দ পেয়েছেন তাঁরা। মনে করা হচ্ছে, সিলিণ্ডার ফেটেই এই আগুন লেগেছে। ঠিক কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।

error: Content is protected !!