বাঁকুড়ায় হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

আজ ভোরে বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম রবি রায়(৬২)। তাঁর বাড়ি বেলিয়াতোড় পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার খুব ভোরে প্রাতঃকৃত্য সারতে গিয়ে হাতির কবলে পড়েন রবি রায়। হাতির আক্রমণে গুরুতর জখম ওই বৃদ্ধকে প্রথমে বেলিয়াতোড় প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, অবস্থা সঙ্কটজনক হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

error: Content is protected !!