দেশের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল রাজা। আলিপুরদুয়ারের ফলাকাটার দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল দেশের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের। বনদফতর সূত্রের খবর, রাজার বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস। এ রাজ্য তো বটেই, গোটা দেশে আর কোনও বাঘ এতবছর বাঁচেনি। গত বছরের ২৩ অগাস্ট রীতিমতো ধূমধাম করে জন্মদিনও পালন করা হয়েছিল রাজার। গতকাল, রবিবার গভীর রাতে মারা গেল সে।

error: Content is protected !!