দেশ কাশ্মীরে ফের সেনা-জঙ্গির গুলির লড়াই, খতম এক জঙ্গি by সংবাদ AME বাংলা 24X 7 ফের গুলির লড়াইতে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে কুলগামে নিকেশ এক সন্ত্রাসবাদী। শহিদ হয়েছেন এক পুলিসকর্মী। জখম তিন সেনা জওয়ান এবং ২ জন নাগরিক। তাঁদের চিকিৎসা চলছে। এখনও এলাকায় জারি তল্লাশি। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/