রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা

ব্যস্তদিনে অফিস টাইমে কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা। রবীন্দ্র সরোবর স্টেশনে লাইনে ঝাঁপ এক ব্যক্তির। সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে পৌনে দশটা নাগাদ। এই ঘটনায় ব্যাহত মেট্রো চলাচল। জানা গিয়েছে, রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে একটি দেহ উদ্ধার করা হয়। সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ এই ঘটনা প্রসঙ্গে জানানো হয় মোটোরম্যানকে। কিছুক্ষণের জন্য স্থগিত করা হয় পরিষেবা। ১০টা ১৫ মিনিট নাগাদ ওই দেহ তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়। এদিন ১০টা ৫৯ মিনিট নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। আপাতত পরিস্থিতি স্বাভাবিক এবং স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা।

error: Content is protected !!