
নেপালকে ২৩৮ রানে হারালো পাকিস্তান
এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারিয়েছে পাকিস্তান। বাবর-ইফতিখারের ব্যাটে ভর করে ৬ উইকেটে ৩৪২ রান তোলে পাকিস্তান। প্রথম ইনিংসে মহম্মদ রিজওয়ানের ৫০ বলে ৪৪ রানে বাবরের সঙ্গে ৮৬ রানের এবং ইফতিকারের সঙ্গে ৭১ বলে অপরাজিত ১০৯ রানে পঞ্চম উইকেটে ২১৪ রানের পার্টনারশিপ গড়ে নেপালকে চাপে ফেলে দেন বাবর। এই ম্যাচে শাহিন আফ্রিদির প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেপাল। সোমপাল কামি ও আরিফ শেখের জুটিতে নেপাল এগিয়ে গেলেও হারিস রউফের দুর্দান্ত গতি তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এরপর, নেপালের উইকেট দ্রুত পতন ঘটে, শাদাব একটি ব্যতিক্রমী পারফরম্যান্স প্রদর্শন করেন, মাত্র ২৭ রান খরচ করে চার উইকেট পান। এর ফলে ১০৪ রানে অলআউট হয়ে যায় নেপাল।