আজই শেষ হচ্ছে প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ আজ শুক্রবার ৩০ জুন শেষ হচ্ছে। রাত বারোটা পর্যন্ত আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ না করলে আগামিকাল পয়লা জুলাই থেকেই অসুবিধার মুখে পড়তে হবে প্যান কার্ড গ্রাহকদের। কেননা, নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। অর্থাৎ প্যান কার্ড সংক্রান্ত কোনও কাজ করা যাবে না। মিলবে না সুযোগ-সুবিধা। তবে নিষ্ক্রিয় প্যান কার্ড সচল করার সুযোগ মিলবে। সেই জন্য গ্যাঁট থেকে বাড়তি টাকা খরচ করতে হবে আমজনতাকে। এখনও পর্যন্ত প্যান-আধারের সংযুক্তিকরণের সময়সীমা ফের বাড়ানো হবে এমন কোনও ইঙ্গিত মেলেনি। ফলে আজকের মধ্যেই সংযুক্তিকরণের কাজ করে ফেলুন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করার পথে হেঁটেছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস)। গত বছরের ৩১ মার্চের মধ্যেই এই সংযুক্তিকরণ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। কিন্তরু অসংখ্য প্যান কার্ডধারী নির্দিষ্ট সময়সীমায় মধ্যে সংযুক্তিকরণের পথে হাঁটেননি। তাই দফায় দফায় সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হয়েছিল। সময়সীমা বাড়লেও তার জন্য জরিমানা ধার্য করা হয়। ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের জন্য চরম সমালোচনার মুখে পড়তে হয় মোদি সরকারকে। বিনা পয়সায় সংযুক্তিকরণের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিলেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী। চলতি বছরের ৩১ মার্চের পরিবর্তে আরও ছয় মাস সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সমযসীমা সেষ হওয়ার তিনদিন আগে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, প্যান ও আধার সংযুক্তীকরণের তারিখ বাড়িয়ে ৩০ জুন করা হচ্ছে। সেই সঙ্গে এও জানিয়ে দেওযা হয়, ওই সময়সীমার মধ্যে সংযুক্তিকরণ না করা হলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড।