মল্লিকবাজারে নিউরো হাসপাতালের ৮ তলা থেকে ঝাঁপ দিলেন রোগী, ব্যর্থ সব চেষ্টা

শেষরক্ষা করা গেল না। দমকল, পুলিশ, চিকিৎসক থেকে সাধারণ মানুষ, সকলের চেষ্টা সত্ত্বেও নিউরো সায়েন্সের আট তলার জানালার কার্নিশ থেকে ঝাঁপ দিলেন রোগী।  আজ, শনিবার এই স্নায়ু রোগী হঠাৎ জানালা দিয়ে কার্নিশে চলে আসেন। আর তার পর উপর থেকে নীচে পথচারীদের হাত নাড়তে থাকেন। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। খবর দেওয়া হয় দমকলে। হাইড্রলিক ল্যাডার নিয়ে তাঁরা হাজির হন রোগীকে নামানোর জন্য। কিন্তু তিনি ঝাঁপ দিয়ে দেন।  জানা গেছে, নার্ভের সমস্যা নিয়ে সেখানে ভর্তি ছিলেন। সকালে জানালার কার্নিশে চলে আসায় তাঁকে সেখান থেকে নামানোর চেষ্টা চলছিল। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কা শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ কার্নিশ থেকে ঝাঁপ দেন তিনি। ফলে তাঁকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। আইএনকে’‌র উঠোনে পড়েন ওই রোগী। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে রোগীকে। শারীরিক অবস্থা সংকটজনক।

error: Content is protected !!