‘মোদি’র পদবি নিয়ে মন্তব্যের জেরে ফের বিপাকে রাহুল গান্ধি, ১২ এপ্রিল হাজিরার নির্দেশ পটনা কোর্টের

‘মোদি’ পদবি মন্তব্য বিতর্কে আবারও বিপাকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদির দায়ের করা মানহানি মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে তলব করল পটনার সাংসদ-বিধায়ক আদালত। আগামী ১২ এপ্রিল তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রাক্কাল্লে কর্নাটকের কোলারে এক নির্বাচনী সভায় গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন ত‍ৎকালীন কংগ্রেস সভাপতি। ললিত মোদি-নীরব মোদিদের দেশ ছেড়ে পালানোর উদাহরণ টেনে তিনি ব্যঙ্গের সুরে বলেছিলেন, ‘সব চোরের পদবি কেন মোদি হয়?’ ওই মন্তব্য নিয়ে রাহুলের বিরুদ্ধে যেমন গুজরাত আদালতে মামলা দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি, তেমনই পটনা আদালতে মানহানি মামলা ঠুকেছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদি। আদালতে দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেছিলেন, ‘ওই মন্তব্য করে গোটা মোদি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন রাহুল গান্ধি।’ ওই মামলায় ২০১৯ সালের ৬ জুলাই প্রাক্তন কংগ্রেস সভাপতির জামিন মঞ্জুর করেছিল পটনার সাংসদ-বিধায়ক আদালত। তার পরে প্রায় সাড়ে তিন বছর বাদে ওই মামলায় রাজীব তনয়কে তলব করল আদালত। এ ক্ষেত্রেও তিনি শাস্তির মুখে পড়তে পারেন বলে আইনজ্ঞরা মনে করছেন। সূত্রের খবর, পটনা আদালত ‘মোদি’ পদবি মন্তব্যে রাহুল গান্ধিকে তলব করায় সুরাত আদালতের রায়ের ওপরে নিষেধাজ্ঞা পেতে রাজীব তনয়ের সমস্যা হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। 

error: Content is protected !!