বয়ালে ছাপ্পাভোটের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুনর্নির্বাচনের আর্জি স্থানীয় ভোটারদের
প্রথমার্ধে ঘরবন্দি থাকার পর নন্দীগ্রামে ভোট পরিদর্শনে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১ টা ১৫ মিনিট নাগাদ রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বয়াল ১ নম্বর পঞ্চায়েতের ৭ নম্বর বুথে যান তৃণমূল নেত্রী। হুইলচেয়ারে বসেই সেখানে গ্রামের মধ্যে ঢুকে যান তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাধা দিচ্ছে, মারধর করছে বলে তাঁকে জানান স্থানীয় ভোটাররা। মমতার কাছে পুনর্নির্বাচনের দাবি জানান সকলে। তিনি অভিযোগ করেন ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে ৷ মমতা বলেন, ”আদালতে যাব আমরা। কোনও ব্যবস্থা নেয়নি। ভোট দিতে দেওয়া হয়নি। ৬৩টা অভিযোগ পেয়েছি।” বয়ালের বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে পরিস্থিতি জানান মমতা।