নাসিকে রোড শো-র পর কালারাম মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

লোকসভা নির্বাচনের আগে পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষিত প্রচার না হলেও, রাজ্যে রাজ্যে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান, শিলাবিন্যাস, বিভিন্ন প্রকল্পের সূচনার মধ্যে দিয়েই দিল্লির সিংহাসনের জন্যে প্রচার অভিযান শুরু করে দিয়েছে বিজেপি। আজ মহারাষ্ট্র সফরে গিয়েছেন মোদি। নাসিকে প্রধানমন্ত্রীর রোড শো’য়ে উপচে পড়ছে জনতার ভিড়। রোড শো সেরে নাসিকের শ্রী কালারাম মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী। এর পর তিনি যোগ দেন জাতীয় যুব উৎসবের অনুষ্ঠানে। সেখানে স্বামীজীকে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

error: Content is protected !!