কোয়াড সামিটে যোগ দিতে জাপান সফরে প্রধানমন্ত্রী

কোয়াড সামিটে অংশ নিতে জাপানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ এবং ২৪ মে টোকিওতে কোয়াড কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জাপানে মোট ৪০ ঘণ্টা থাকবেন এবং ২৩টি বৈঠকে অংশ নেবেন মোদি। এছাড়াও ৩৫ জন জাপানি সিইও এবং বিদেশী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে কোয়াড সামিটে যোগ দিতে জাপানের কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কোয়াড সম্মেলনের সময়, প্রধানমন্ত্রী মোদি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার নয়া প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কোয়াড সম্মেলনে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এবার জাপানে পা দিয়েও সেদেশের প্রবাসী ভারতীয়দের বিপুল অভ্যর্থনা পেলেন নরেন্দ্র মোদি৷ জাপানে ‘ভারত মাতা কা শের’ স্লোগান দিয়ে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে৷ শোনা গেল জয় শ্রীরাম স্লোগানও৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় স্বাগতম লেখা প্ল্যাকার্ড নিয়ে বিমানবন্দরে ভিড় করেছিলেন প্রবাসী ভারতীয়রা৷ তার মধ্যে ছিল বাংলাও৷

error: Content is protected !!