পহেলগাঁওয়ে নিহতদের পরিজনরা ন্যায়বিচার পাবেন, মোদির মন কি বাত আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ‘মন কি বাতে’ পহেলগাঁও হামলা নিয়ে সন্ত্রাসবাদ ও তার বাহকদের উদ্দেশে কড়া বার্তা নরেন্দ্র মোদির ৷ ২২ এপ্রিলের কাপুরুষোচিত হামলা আদতে কাশ্মীরকে ধ্বংস করতে চাওয়ার চেষ্টা বলে উল্লেখ করলেন তিনি ৷ তবে, সন্ত্রাসবাদী এবং তাদের প্রভুদের সেই ইচ্ছে কোনও মতেই সফল হবে না বলে জানিয়েছেন মোদি ৷ রবিবার মন কি বাতে মোদির বার্তা, “আমি জানি, এই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে প্রতিটি ভারতীয়ের মন খারাপ হয়ে গিয়েছে ৷ পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা আদতে এর পৃষ্ঠপোষকদের হতাশার বহিঃপ্রকাশ ৷ সন্ত্রাসবাদী এবং তাদের প্রভুরা আবারও কাশ্মীরকে ধ্বংস করতে চাইছে ৷ আর সেই লক্ষ্যে এত বড় একটা ষড়যন্ত্র করা হয়েছিল ৷” পহেলগাঁও হামলায় শোকপ্রকাশ করে মোদি বলেন, “আজকে আমি আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব ৷ আমার মনে গভীর ক্ষত তৈরি হয়েছে ৷ ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা প্রত্যেক ভারতীয়ের মনকে চুরমার করে দিয়েছে ৷ নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক দেশবাসীর গভীর সমবেদনা রয়েছে ৷ একজন ব্যক্তি, তিনি যে কোনও রাজ্য অথবা যে কোনও ভাষার হতে পারেন, তাঁরা প্রত্যেক নিহতদের পরিবারের এই বেদনাকে অনুভব করছেন ৷” মোদির মতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের মূল শক্তি হল ১৪০ কোটি দেশবাসীর একতা ও সংহতি ৷ তাঁর কথায়, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই চরম লড়াইয়ের শক্তি হল একতা ৷ দেশের সামনে উঠে আসা এই চ্যালেঞ্জের মোকাবিলায় আমাদের আরও বেশি করে নিজেদের শক্তিশালী করে তুলতে হবে ৷ একটি দেশ হিসেবে আমাদের চালিকাশক্তিকে আরও মজবুত করতে হবে ৷ গোটা বিশ্ব দেখছে, এই সন্ত্রাসবাদী হামলার পরে পুরো দেশ একসুরে কথা বলছে ৷”

https://twitter.com/i/broadcasts/1vOxwXeDZbvKB

error: Content is protected !!