বেলঘরিয়ার নেশামুক্তি কেন্দ্রে পিটিয়ে মারার অভিযোগ, পুলিস-জনতা খণ্ডযুদ্ধ

রণক্ষেত্র হয়ে উঠেছে বেলঘরিয়ার নেশামুক্তি কেন্দ্র। এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রের ডাক্তারের বিরুদ্ধেই। উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায় ওই কেন্দ্রে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বেলঘরিয়ার ৫ নম্বর যতীন দাস এলাকায় ওই কেন্দ্রটি। জানা গেছে, নেশামুক্তি কেন্দ্রে রোগীকে চিকিৎনা করে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। বেলঘরিয়ার ৫ নম্বর যতীন দাস নগর এলাকার ঘটনা। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ সাধারণ মানুষজন। খবর পেয়েই ওই নেশামুক্তি কেন্দ্রের চারপাশে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। নেশামুক্তি কেন্দ্রের দরজা ভাঙার পাশাপাশি ভাঙচুর চলে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতেও। ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিস।পাশাপাশি আরও এক রোগীর কথাতেও স্পষ্ট, অত্যাচার চালাত নেশামুক্তি কেন্দ্রের লোকেরা। পচা ভাত খেতে দেওয়া হত। এমনকী কালো পাইপ দিয়ে মারত। মারার সময় সিসিটিভি বন্ধ রাখা হত বলে দাবি রোগীর।এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামলাতে বাধে জনতা-পুলিস খণ্ডযুদ্ধ।

error: Content is protected !!