গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমেরিকান পপ তারকা ম্যাডোনা
গুরুতর অসুস্থ বিশ্ব বিখ্যাত পপ তারকা ম্যাডোনা। জীবাণু সংক্রমণে ভুগছেন তিনি। সেই কারণে আপাতত গায়িকার ওয়ার্ল্ড ‘সেলিব্রেশন’ ট্যুরটি স্থগিত করা হয়েছে। গতবছর ঠিক একই সময়ে উদ্ভট ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পপতারকা জাস্টিন বিবার। ভাইরাসের আক্রমণে তাঁর চোয়াল অবশ হয়ে গিয়েছিল। এবার একই রকমভাবে ভাইরাসে আক্রান্ত পপস্টার ম্যাডোনা। গত শনিবার হঠাৎ করেই সংজ্ঞা হারিয়ে ফেলেন পপ কুইন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। নিউ ইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এমনকী তাঁর অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে, তাঁকে হাসপাতালে ভর্তি করা মাত্রই ICU-তে স্থানান্তর করাতে হয়। সম্প্রতি ম্যাডোনার ম্যানেজার সমাজমাধ্যমের পাতায় জানান, এই মুহূর্তে ম্যাডোনার অসুস্থতার কারণে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে ম্যাডোনার ম্যানেজার জানান, গত ২৪ জুন শনিবার পপ তারকা গুরুতর এক জীবাণু সংক্রমণে আক্রান্ত হন। নিউইয়র্কের হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলার পর আপাতত তিনি স্থিতিশীল আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই তাঁর আগামী ট্যুরটি বাতিল করা হচ্ছে। তবে গায়িকা সুস্থ হয়ে উঠলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানো হবে।” আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা রয়েছে ম্যাডোনার। কিন্তু এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে আপাততঃ ট্যুরটি স্থগিত করা হল। আমেরিকা, ব্রিটেনের একাধিক শহর হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা ছিল ‘সেলিব্রেশন ট্যুর’-এর। ট্যুরের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না গায়িকার। আপাতত হাসপাতালেই থাকতে হবে ষাটোর্ধ্ব পপ তারকার।