আহমেদাবাদে ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

মোতেরায় নতুন করে সংস্কার হওয়া স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর উদ্বোধনই ছিল চমক। নয়া এই স্টেডিয়ামের নাম রাখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। এবার থেকে এই স্টেডিয়ামকে বলা হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম।বুধবার আহমেদাবাদে ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাতের টেস্টের আগে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। কোবিন্দ এবং তাঁর স্ত্রী ভূমিপুজোতেও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। এছাড়াও ছিলেন প্রশাসন এবং ক্রীড়াজগতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও।

error: Content is protected !!