খুব তাড়াতাড়িই হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ, আসছে নোটিস

গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। আর সেই ইন্টারভিউ প্রক্রিয়া এবার একদম শেষ পর্যায়ে। আজ, অর্থাৎ ২৪ জুলাই ১৯তম পর্যায় ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হচ্ছে। পর্ষদ সূত্রের খবর, ১৯ তম পর্যায়ের পরে আর কোনও প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া বাকি থাকবে না। পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা যায় না কি, তা নিয়ে আলাপ-আলোচনা চালাচ্ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু, ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষ না হওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে অবশ্য প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করতে পারিনি পর্ষদ। পর্ষদের আধিকারিকরা দাবি করছেন ১৯তম পর্যায় ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে আর কোনও প্রার্থী থাকছে না ইন্টারভিউ নেওয়ার মতো। সে ক্ষেত্রে, তারপর পর্ষদ প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করতে পারে।

error: Content is protected !!