নতুন রহস‍্য নিয়ে ফিরছে কাকাবাবু!

নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন কাকাবাবু । সৃজিত মুখ্যোপাধ্যায়ের বদলে কাকাবাবুর পরিচালনায় চন্দ্রাশিস রায়। এবারে সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট কাকাবাবু সিরিজের চতুর্থ গল্প এটি। আজ ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ছিল ‘বিজয়নগরের হিরে’র শুভ মহরৎ। সেখানেই হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ ছবির নানা কলাকুশলিরা উপস্থিত ছিলেন।প্রসেনজিতকে দেখা যাবে কাকাবাবুর ভূমিকায়। এর আগে মিশর রহস্য, ইয়েতি অভিযান, কাকাবাবুর প্রত্যাবর্তনে কাকাবাবুর চরিত্রে প্রসেনজিতের নিখুঁত অভিনয় ক্যারিশমা দর্শকদের মন জয় করেছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিকের কাকাবাবু-সন্তু জুটি সিনেপ্রেমীদের মনে ছাপ ফেলেছিল। মরু রাজ্য, আফ্রিকার জঙ্গল পেরিয়ে এবার দাক্ষিণাত্যের সফরে কাকাবাবু-সন্তু। পর্দায় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

error: Content is protected !!