লালুর কাছে ‘মাটন’ রান্না শিখে নিলেন রাহুল, নিলেন রাজনীতির পাঠও

লালুর কাছে ‘চম্পারণ মাটন’ রান্না শিখে নিলেন রাহুল।  একইসঙ্গে নিশানা করলেন বিজেপিকে।  একটি ভিডিও শেযার করেছেন রাহুল গান্ধী। সেখানে দেখা যাচ্ছে লালু যাদবের কাছ থেকে শিখে নিচ্ছেন বিহারের বিখ্যাত চম্পরণ মাটন রান্না। সঙ্গে নিচ্ছেন রাজনীতির পাঠও। দিচ্ছেন বিজেপি সম্পর্কে মতামতও। বললেন, লালুজি এই রান্নার এক্পার্ট। তাই মনে হল রান্নাটা শিখে নিই। রান্না গিয়ে বিভিন্ন ধরনের মশলা মাংসের সঙ্গে মেশাচ্ছিলেন রাহুল। সাহায্য করছিলেন লালুও। তিনিও কিছু কিছু মশলা মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছিলেন। এসবের মধ্যেই রাহুল প্রশ্ন করেন, মাংসের সঙ্গে আপনি সবকিছু মিশিয়ে দিচ্ছেন। এই যে এতকিছু মেশাচ্ছেন এক্ষেত্রে রাজনীতির সঙ্গে এর তফাতটা কোথায়? লালুর চটজলদি উত্তর, রাজনীতিও এরকম মিশেল দেওয়া ছাড়া অসম্ভব। রান্না হয়ে যাওয়ার পর রাহুল বলেন, মাংসের কিছুটা তিনি দিদি প্রিয়ঙ্কার জন্য নিয়ে যেতে চান। তা না নিয়ে গেলে দিদি গোলমাল করবে।

error: Content is protected !!