
মণিপুরের চূড়াচন্দ্রপুরে ঢোকার আগেই রাহুল গান্ধির কনভয় আটকে দিল পুলিশ
জাতিহিংসার বলি ঘরছাড়া আদিবাসীদের দুর্দশার কথা জানতে যাওয়া রাহুল গান্দির কনভয় রুখে দিল মণিপুরে বিজেপি শাসিত সরকারের পুলিশ বাহিনী। ইম্ফল থেকে ২০ কিলোমিটার দূরে চূড়াচন্দ্রপুরে ঢোকার মুখে তাঁর কনভয় রুখে দেওয়া হয়। আর রাহুলের কনভয় আটকে দেওয়ায় ক্ষোভে পেটে পড়েন কংগ্রেস নেতা-কর্মীরা। পুলিআএর আধিকারিকদের সঙ্গে উত্তপ্ত কতা কাটাকাটি চলছে কংগ্রেস নেতাদের।