‘ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত’ ক্ষোভপ্রকাশ অভিষেকের

ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনা। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। আহত হাজারের বেশি। এই ঘটনার দায় সম্পূর্ণভাবে কেন্দ্রের উপর চাপালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেলের উন্নত পরিকাঠামোয় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার উদাসীন বলে অভিযোগ করেন তিনি। কিন্তু মানুষকে বিভ্রান্ত করতে বন্দে ভারত ট্রেন এবং নবনির্মিত রেলস্টেশন নিয়ে গর্ব করে, রাজনৈতিক উদ্দেশ্যে তড়িঘড়ি করে প্রকল্পের উদ্বোধন করা হয়। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক লেখেন, ‘মোদি সরকার বন্দে ভারত ট্রেন এবং নবনির্মিত রেলস্টেশন নিয়ে গর্ব করে, মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক সমর্থন বাড়ানোর জন্য তড়িঘড়ি করে প্রকল্পের উদ্বোধন করে। প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও রেলের উন্নত পরিকাঠামোয় নজর নেই। কিন্তু বিরোধী দলের নেতা, সাংবাদিক, এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর গুপ্তচরবৃত্তি করতে পেগাসাসের মতো সফ্টওয়্যার অবলম্বন করে। কিন্তু রেলের দুর্ঘটনা রোধে জিপিএস এবং আন্টি কলিশন ডিভাইসগুলি প্রয়োগের ক্ষেত্রে অবহেলা করে।’ তিনি আরও লেখেন, ‘এমন দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। যেখানে দরিদ্র এবং প্রান্তিকশ্রেণির মানুষকে খেসারত দিতে হয়। নোটবন্দি হোক জিএসটি কিংবা তড়িঘড়ি লকডাউন, কৃষক বিরোধী আইন বা অপর্যাপ্ত রেল সুরক্ষা ব্যবস্থা, শিব ক্ষেত্রেই সাধারণ ও গরিব মানুষকে বিপদের সম্মুখীন হতে হয়। এমন দুর্ঘটনার ছবি হৃদয়বিদারক। যেখানে কয়েকশো।মানুষের প্রাণহানি ঘটেছে। এই ঘটনার দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী। সেই সকল পরিবারকে সমবেদনা জানাই, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যদি এতটুকু বিবেকের তাড়না থাকে, তাহলে এমন ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।’