
CSK VS RR: চেন্নাইকে ৬ রানে হারালো রাজস্থান
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। শেষ ওভারের শেষ বলে ফয়সালা হলো ম্যাচের। ৬ রানে জিতে শেষ হাসি হাসল রাজস্থান রয়্যালস। ব্যর্থ হলো চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ৬৩ রানের ইনিংস। রাজস্থানের হয়ে ৪ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।১৮২ রান তাড়া করতে নেমে শেষ ওভারে সিএসকের প্রয়োজন ছিল ২০ রান। বল করতে আসেন সন্দীপ শর্মা। প্রথম বলে ওয়াইড করেন তিনি। পরের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন মহেন্দ্র সিং ধোনি। দারুণ ক্যাচ নেন সিমরন হেটমেয়ের। এর পর রবীন্দ্র জাডেজা এবং জেমি ওভার্টন থাকলেও জয় পায়নি চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমে ১৮২ রান তোলে রাজস্থান রয়্যালস। প্রথম ওভারেই যশস্বী জয়সোয়ালকে আউট করে রাজস্থান শিবিরে আঘাত হানেন খলিল আহমেদ। ৩ রানে আউট হন এই বাঁহাতি ওপেনার। এরপর ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন নীতীশ রানা। ৮৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন সঞ্জু স্যামসনের সঙ্গে। তবে ১৬ বলে ২০ রান করে দাগ কাটতে ব্যর্থ সঞ্জু। আউট হন নূরের বলে। তবে দমে যাননি নীতীশ। মাত্র ২১ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত অশ্বিনের বুদ্ধিদীপ্ত বলে আউট হন। তাঁকে স্টাম্প আউট করেন ধোনি। নীতীশের ৩৬ বলে ৮১ রানের ইনিংসে আছে ১০টি চার এবং ৫টি ছক্কা। শেষে বোলারদের দাপটে ম্যাচে ফেরে চেন্নাই। রানের গতি বাড়াতে পারেননি রাজস্থানের বাকি ব্যাটাররা। ৩৭ রান করে পাথিরানার বলে আউট হন রিয়ান। হেটমেয়ের ফেরেন ১৯ রানে। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে চেন্নাই। ম্যাচের প্রথম ওভারেই শূন্য রানে রাচিন রবীন্দ্রকে আউট করেন জোফ্রা আর্চার। এর পর আসরে নামেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রাহুল ত্রিপাঠি ও ঋতুরাজ গায়কোয়াড়ের জুটিতে ভাঙন ধরান তিনি। বড় শট খেলতে গিয়ে হেটমেয়েরের হাতে ক্যাচ দেন ত্রিপাঠি। ১৯ বলে ২৩ রানে আউট হন। ফের চেন্নাই শিবিরে আঘাত হানেন শিবম দুবেকে ১৮ রানে ফিরিয়ে। এক হাতে ক্যাচ ধরেন ক্যাপ্টেন রিয়ান পরাগ। হাততালিতে ফেটে পড়ে গ্যালারি। তৃতীয় উইকেট নেন বিজয় শঙ্করকে বোল্ড করে। এর পর ক্যাপ্টেন ঋতুরাজকেও আউট করেন হাসারাঙ্গা। ৪৪ বলে ৬৩ করে আউট হন তিনি। শেষে ধোনি, জাডেজা চেষ্টা করলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ১১ বলে ১৬ করেন ধোনি। জাডেজা অপরাজিত থাকেন ২২ বলে ৩২ রানে। ম্যাচের সেরা হয়েছেন নীতীশ রানা। টানা দুই ম্যাচে হারল চেন্নাই।