কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রাজেন্দ্র পাল গৌতম

অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন আম আদমি পার্টির রাজেন্দ্র পাল গৌতম। সম্প্রতি এক ধর্মীয় আলোচনা সভায় তাঁর উপস্থিতি নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। তাঁর জেরেই দল ছাড়লেন রাজেন্দ্র, মনে করছে রাজনৈতিক মহল। রবিবার বিকেল পাঁচটা নাগাদ একটি টুইট করে ইস্তফার ঘোষণা করেন আপ নেতা।  টুইটে তিনি লেখেন, আজ মহর্ষি বাল্মীকির আবির্ভাবোৎসব এবং সেই সঙ্গে কাশীরাম সাহেবের পুণ্যতিথি। এমন সংযোগের দিনে আমি একাধিক বন্ধন থেকে মুক্ত হয়েছি এবং আজ আমার নবজন্ম হয়েছে।

error: Content is protected !!