পিস্তল হাতে রামনবমীর মিছিল, অভিষেকের টুইটের পর বিহারের মুঙ্গের থেকে সুমিত সাউকে গ্রেফতার করল হাওড়া পুলিশ

হাওড়ায় রামনবমীর মিছিলে পিস্তল হাতে দেখা গিয়েছিল এক যুবককে। প্রথমে সাংবাদিক সম্মেলন পরে এই যুবকের ভিডিও ট্যুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে আক্রমণ করে। অবশেষে গ্রেফতার অভিযুক্ত সুমিত সাউ। মুঙ্গের থেকে সুমিত সাউকে গ্রেফতার করল হাওড়া পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। অভিযুক্তের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিন আগেই রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুরের কাজিপাড়া এলাকা। দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকনপাট ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো ও মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

error: Content is protected !!