
আরজি কর মামলা এবার ভিন রাজ্যে সরে যাবে? দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর!
আরজি কর মামলা ভিন রাজ্যে স্থানান্তরের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে, ‘আসল’দের বাঁচানোর জন্য তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করলেন আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার শিয়ালদহ আদালতে ওই সিভিকের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। তার পর তাঁকে প্রিজন ভ্যানে তোলা হলে ভিতর থেকে চিৎকার করতে থাকেন তিনি। বলেন, “আসলদের বাঁচানোর জন্য আমায় ফাঁসিয়েছে।” সরকারের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগও তোলেন তিনি।