কালীপুজোর রাতে কালনায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪ বাইক আরোহী, গুরুতর আহত ১

কালীপুজোর রাতে কালনা কাটোয়া এসটি কে কে রোড এর উপর গৌরাঙ্গ পাড়ার কাছে একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে বাইক আরোহীদের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। জানা গিয়েছে, মিত্ররা হলেন আব্দুল সেলিম মোল্লা, আবু বাক্কার মন্ডল ও আবু বক্কর সিদ্দিকি মণ্ডল এরা সকলেই সমুদ্রগড়ের ডাঙ্গাপাড়ার বাসিন্দা। অন্যদিকে আরিফ শেখ সেও ঘটনায় মারা যায় সে পারুল ডাঙ্গার বাসিন্দা।  পদ্মা দাস নামে এক মহিলা গুরুতর জখম হয়ে কালনা হাসপাতালে চিকিৎসাধীন।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন ৪ জন সেই সময় পিকআপ ভ্যানের সঙ্গে তাদের ধাক্কা লাগে সাইডে থাকা এক মহিলাও ঘটনায় জখম হন।  প্রত্যেককেই কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। 

error: Content is protected !!