পদবি বিভ্রাটের জেরে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র

পদবি বিভ্রাট। মিত্র না মৈত্র? স্বামীর আসল পদবি কী? অন্যান্য সরকারি প্রমাণপত্র দেখাচ্ছে মিত্র কিন্তু ‘অ্যাফিডেভিট’-এ আছে মৈত্র। শেষপর্যন্ত সমাধান হয়নি। তাই মনোনয়নপত্র জমা দিতে পারলেন না মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। বুধবার জেলাশাসকের দপ্তর থেকে নিরাশ হয়ে ফিরতে হল তাঁকে। দৃশ্যত মনমরা সাবিত্রী বলেন, আমার হয়ে যিনি এই ফর্মটা ‘ফিল আপ’ করেছিলেন তিনিই এই ভুলটা করেছেন। খুবই খারাপ লাগছে। আবার যেতে হবে। যদিও প্রতিপক্ষ বিজেপি এই বিষয়টা নিয়ে উপহাস করতে ছাড়েনি। জেলার বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, একসময় মন্ত্রী ছিলেন। তারপরও এই ভুল! আমার মনে হয় হারের ভয়েই এই ভুল। 

error: Content is protected !!