কর্মীদের বকেয়া ডিএ না মেটানোয় আদালতের নির্দেশানুসারে বিদ্যুৎ নিগমে আধিকারিকদের বেতন ফেরানো হল
আদালতের নির্দেশ না মানায় রাজ্য বিদ্যুৎ নিগমের আধিকারিকদের বেতন ফিরিয়ে নেওয়া হল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল বেতনের টাকা। কিন্তু আদালতের নির্দেশে সেই টাকা ফিরিয়ে নেওয়া হল। রাজ্য বিদ্যুৎ নিগমের জিএম, এমডি-সহ মোট ছ’জন আধিকারিকের বেতন ফিরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘভাতা নির্ধারিত সময়ের মধ্যে না মেটানোর কারণে এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আদালতের সেই নির্দেশ অনুযায়ী ডব্লিউবিএসইডিসিএল-এর জিএম অডিট ও জিএম এইচআর– এই দুই পদাধিকারীর বেতনও বৃহস্পতিবার ফিরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য চলতি মাসের ২৪ তারিখে বিদ্যুৎ পর্ষদের কর্তাদের বেতন বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত বলে, ডিএ-র টাকা কি বাদামভাজা খাওয়ার জন্য দিতে বলা হয়েছে নাকি? আইনজীবীদের মত, আদালত পর্যবেক্ষণে স্পষ্ট করে দিয়েছে, মহার্ঘভাতা কর্মীদের অধিকার। মহার্ঘভাতার টাকা কর্মীদের প্রাপ্য। এর পরে আদালতের নির্দেশ মতো রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের ডিএ না দেওয়ায় বিদ্যুৎ পর্ষদের সিএমডি এবং দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। ১৫ জুলাই পর্যন্ত বেতন বন্ধ থাকবে বলে জানিয়েছে আদালত। তার পরে পরবর্তী শুনানি। এর মধ্যে নির্দেশ মতো টাকা দেওয়া হলে বেতন বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হবে। বিচারপতি রাজশেখর মান্থা বিদ্যুৎ বন্টন সংস্থা ও সংবহন সংস্থার জিএম, এমডি ও আদালতে উপস্থিত সিএমডিদের বেতন বন্ধের নির্দেশ দিলেও আসলে এই দুই সংস্থায় ওই পদগুলোতে মোট ছ’জন আধিকারিক রয়েছেন। তাই কাদের বেতন বন্ধ হবে তাই নিয়ে জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ফের আদালতে উত্থাপন করেন সংস্থার আইনজীবী। তিনি আদালতের কাছে নির্দেশ চান কাদের বেতন বন্ধ হবে সেই ব্যাপারে। আর সেই প্রেক্ষিতে আদালত ওই ছ’জনেরই বেতন বন্ধের নির্দেশ দেয়। তার পরেই ওই দুই আধিকারিকের বেতনও ফেরানো হয়।