এবার ইডি-র তলব শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে

শিবসেনা সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউতকে মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের মধ্যে এই প্রবীণ নেতাকে চাউল জমি কেলেঙ্কারির মামলায় ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টুইটে বিজেপিকে কটাক্ষ করে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ইডি বিজেপির প্রতি সত্য ভক্তি দেখাচ্ছে। এদিন সঞ্জয় রাউত টুইটে লেখেন, ইডি আমাকে ডেকেছে। আমরা বালাসাহেবের অনুগামী শিবসৈনিক। এক রাজনৈতিক সংগ্রামে নেমেছি। রাজনৈতিক কারণেই আমাকে ডাকা। ষড়যন্ত্র করে ওরা আমার মুখ বন্ধ করতে চাইছে। আমার মাথা কেটে নিলেও আমি গুয়াহাটির পথ ধরব না। পারলে গ্রেফতার করুক।

error: Content is protected !!