
সারদা কাণ্ডে শিল্পী শুভাপ্রসন্নকে তলব ইডি-র
নির্বাচন এগিয়ে আসতেই ফের সক্রিয় সিবিআই-ইডি। সারদা কাণ্ডে লাগাতার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের পর এবার শিল্পী শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি। আগামী ১৫ মার্চ সল্টলেকে ইডির অফিসে দুপুর বারোটার মধ্যে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে শুভাপ্রসন্নকে। একই সঙ্গে সারদা কাণ্ডে তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকেও নোটিশ পাঠিয়েছে ইডি। তাঁকেও আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। সারদা কাণ্ডে কিছুদিন আগেই সিবিআই-এর ডাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দু’বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কুণাল ঘোষ।