মোদির তথ্য চিত্র ব্যান করা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি ৬ ফেব্রুয়ারি
প্রধানমন্ত্রী মোদির ওপর তৈরি তথ্যচিত্র নিয়ে বেকায়দায় কেন্দ্র। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গৃহীত হয়েছে। মামলার শুনানি আগামী ৬ ফেব্রুয়ারি। মামলা দায়ের করেন সর্বোচ্চ আদালতের আইনজীবী এমএল শর্মা। মামলা দায়ের হয় বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তিনি এই মামলার জরুরী ভিত্তিতে শুনানির আর্জি জানান। আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আইনজীবীর আর্জিতে রাজি হয়ে ডিভিশন বেঞ্চ জরুরী ভিত্তিতে শুনানিতে রাজি হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি ধার্য করেছে শুনানির দিন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সরকার রীতিমতো বেকায়দায়। আর এই মামলার শুনানি এমন সময়ে শুরু হচ্ছে যখন সংসদে চলবে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরুর আগে সরকার সোমবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিরোধী শিবির এদিনের বৈঠকে বিবিসির তৈরি তথ্য চিত্র নিয়ে আলোচনার দাবি জানাবে। সরকার সেই দাবিতে যে সাড়া দেবে না ধরে নেওয়া যেতে পারে। হাতিয়ার করতে পারে সুপ্রিম কোর্টকে। জানাতে পারে, সর্বোচ্চ আদালতে এই বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। এটা এখন বিচারাধীন । বিচারাধীন বিষয়ে আলোচনা হতে পারে না।