আজ থেকে শিয়ালদহ-ঝাড়খণ্ড প্যাসেঞ্জারের যাত্রা শুরু

আজ থেকে কলকাতা ও ঝাড়খণ্ডের মধ্যে যোগাযোগের নয়া মাধ্যম খুলে যাচ্ছে। পড়শি রাজ্যের অন্যতম সমৃদ্ধ জেলা গোড্ডার সঙ্গে শিয়ালদহের সরাসরি ট্রেন পরিষেবা চালু হচ্ছে। রবিবার থেকেই গোড্ডা-শিয়ালদহ প্যাসেঞ্জার উভয় প্রান্তিক স্টেশন থেকে যাত্রা শুরু করবে। শনিবার স্থানীয় এমপি নীশিকান্ত দুবে দৈনিক এই মেমু ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে ট্রেনটি আজ, অর্থাৎ রবিবার যাত্রী পরিষেবায় ট্র্যাক ধরে ছুটবে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বিকাশ চৌবে সহ পদস্থ রেলকর্তারা। শিয়ালদহ-ঝাড়খণ্ডের মধ্যে দৈনিক প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবি বহুদিনের। এ প্রসঙ্গে সাংসদ নীশিকান্ত দুবে বলেন, এই ট্রেনটি গোড্ডা ও কলকাতার মধ্যে যোগাযোগের নয়া সেতু তৈরি করবে। এর মাধ্যমে দুই রাজ্যের ব্যবসায়ী, কৃষক, শিল্পী ও সাধারণ মানুষের বিবিধ চাহিদা পূরণ হবে। ট্রেনটি বাংলা ও ঝাড়খণ্ডের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী নীশিকান্ত। উল্লেখ্য, ট্রেনটি আজ, রবিবার থেকে রোজ বেলা ১২টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। গোড্ডায় ট্রেনটি পৌঁছবে রাত সাড়ে ১০টায়। গোড্ডা থেকে ফিরতি ট্রেনটি রোজ সকাল ৮টা ৩৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে ঢুকবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। যাত্রাপথে শিয়ালদহ-গোড্ডা প্যাসেঞ্জার দমদম, বেলঘরিয়া, খড়দহ, বারাকপুর, ইছাপুর, শ্যামনগর, কাঁকিনাড়া, নৈহাটি সহ ৩৬টি স্টেশনে দাঁড়াবে।

error: Content is protected !!