ভোট পর্যন্ত নিষ্ক্রিয় করা হল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে

নির্বাচন কমিশনের কোপে রাজ্যের আরও এক শীর্ষ আধিকারিক। এদিন নবান্নে নির্দেশিকা জারি করে মুখ্যসচিব একথা জানিয়ে দিয়েছেন। ভোটের কোনও কাজে এই আধিকারিক যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কমিশন। পদে বহাল থাকলেও ভোট চলাকালীন তিনি কোনও ক্ষমতার ব্যবহার করতে পারবেন না ৷ কমিশনের নির্দেশে নবান্ন থেকে তাঁকে নিষ্ক্রিয়করণের নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । নির্দেশিকায় জানানো হয়েছে, নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে প্রথমে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় দমকলের ডিজি তথা গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পি জগমোহনকে নিয়ে এসেছিল নির্বাচন কমিশন। কয়েকদিন বাদে সরিয়ে দেওয়া হয় রাজ্যের ডিজি বীরেন্দ্রকে। তাঁর জায়গায় ডিজি করে নিয়ে আসা হয় বিজেপি ঘনিষ্ঠ পি নীরজনয়নকে। গত ১০ মার্চ নন্দীগ্রামে জনসংযোগে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে দেওয়ার পথে হাঁটে। আর এদিন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজি‍ত্‍ কর পুরকায়স্থকে সরানোর নির্দেশ দিয়েছে। উল্লেখ্য রাজ্য পুলিশের ডিজি’র পদ থেকে অবসর নেওয়ার পরেই দক্ষ ও কর্মঠ পুলিশ আধিকারিক হিসেবে পরিচিত সুরজি‍ত্‍ কর পুরকায়স্থকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপির পক্ষ থেকে বেশ কয়েকমাস ধরেই সুরজি‍ত্‍ কর পুরকায়স্থকে সরানোর জন্য নির্বাচন কমিশনের কাছে লাগাতার দরবার করা হয়েছে।

error: Content is protected !!