ফের উত্তপ্ত মণিপুর, কাঁদানে গ্যাস ছুড়ল সেনা

ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। গভীর রাতে রাজধানী ইম্ফলের কেন্দ্রস্থলে জড়ো হওয়া ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ল সেনা। সেনা সূত্রে জানা গেছে, মণিপুরের কাংপোকপি জেলায় গুলির আঘাতে নিহত এক প্রাক্তন নৌসেনা কর্তাকে শ্রদ্ধা জানাতে ইম্ফলে বিক্ষোভকারীরা জড়ো হন। এই জমায়েতের নেতৃত্ব ছিলেন মহিলারা। প্রথমে ওই অফিসারের দেহ ইম্ফলের জনবহুল খোয়াইরামবন্দ বাজারে আনা হয়। পরে মৃতদেহটি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভ‌‌‌বনের সামনে দিয়ে মিছিল করে নিয়ে যাওয়ার হুমকি দেয় উন্মত্ত জনতা। উন্মত্ত জনতা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। এর পরই ঘটনাস্থলে হাজির হয় সেনা এবং পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই নৌসেনা কর্তার দেহ ‘জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স’–এর মর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে মণিপুরের একটি গ্রামে বিনা উস্কানিতে সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী। পাল্টা গুলি ছোড়ে সেনাও। সেনা সূত্রে দাবি, গুলির যুদ্ধে বেশ কয়েক জন দুষ্কৃতী নিহত হয়েছেন। সেনার তরফে জানানো হয়, বিপুল সংখ্যক উন্মত্ত জনতা ওই এলাকায় জড়ো হয়েছিল। পরে সন্ধের দিকে উন্মত্ত জনতার ভিড় নিয়ন্ত্রণে আনে সেনা। এদিকে, বৃহস্পতিবারই মণিপুরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কনভয় আটকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!