‘অতিরিক্ত অক্সিজেন থাকলে পাঠান’, সব মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অরবিন্দ কেজরিওয়াল

অক্সিজেন চেয়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রবল অক্সিজেন সঙ্কট দিল্লিতে। শুক্রবার প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও নরেন্দ্র মোদির কাছে দিল্লিতে অক্সিজেন পাঠানোর আবেদন জানান তিনি। তার পর শনিবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে কেজরিওয়াল বলেন, ‘‌আপনাদের কাছে উদ্বৃত্ত অক্সিজেন থাকলে দিল্লিকে তা দিন। কেন্দ্র আমাদের সাহায্য করছে, কিন্তু অতিমারী এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, আমাদের হাতে যা সম্পদ রয়েছে, তা দিয়ে কাজ চালানো যাচ্ছে না।’‌

error: Content is protected !!