বারাণসী-প্রয়াগরাজ জাতীয় সড়কে ট্রাক সঙ্গে ট্রলির সংঘর্ষে, মৃত ১০
বারাণসী-প্রয়াগরাজ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ ট্রাক ও ট্রাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত ১০ জন ৷ গুরুতর আহত আরও 3 জন ৷ ঘটনাটি ঘটেছে মির্জাপুরের কাচওয়ান এলাকায় ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ কটকা গ্রামের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী ট্রাক্টর-ট্রলির পিছনে এসে ধাক্কা মাড়ে ৷ দুর্ঘটনায় উল্টে যায় ট্রাক্টরটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জন শ্রমিকের ৷ আহত হন আরও ৩ জন ৷ দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যান। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ তাঁরা এসে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান ৷ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই বারাণসীর বাসিন্দা ৷ তাঁদের নাম ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে ৷ মৃতরা হলেন, ভানু প্রতাপ (২৫), বিকাশ কুমার (২০), অনিল কুমার ৩৫), সুরজ কুমার (২২), সানোহর (২৫), রাকেশ কুমার (২৫), প্রেম কুমার (৪০), রাহুল কুমার ওরফে টিল্লু (২৬), নীতিন কুমার (২২) এবং রোশন কুমার (১৭) ।