সপরিবারে করোনা আক্রান্ত শ্রীমা ভট্টাচার্য

আবার করোনার হানা টলিপাড়ার অন্দরে। আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। অভিনেত্রী একা নন আক্রান্ত তাঁর গোটা পরিবার৷ বেশ কিছুদিন যাবৎ শ্রীমার শরীরে অস্বস্তি করছিল। মাথা ব্যথা, অল্প জ্বরও ছিল৷ সেই একই উপসর্গ দেখা দেয় অভিনেত্রীর পরিবারের সকলের। তাই দেখে করোনা পরীক্ষা করান নায়িকা। মা,বাবা,ভাই এবং শ্রীমা সবারই রিপোর্ট আসে পজিটিভ। চার জনেই হোম আইসোলেশনে রয়েছেন৷ অনলাইন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন। শ্রীমার যেহেতু সিটি লেভেল বেশ কম সেটা একটু চিন্তার কারণ। তাছাড়া আপাতত সব ঠিকই আছে। পরিবারের সবাই আক্রান্ত তাই এই মুহুর্তে শ্রীমার ভরসা তার ছোটবেলার পাড়ার বন্ধুরা৷ এক বন্ধু গতকালই অক্সিমিটার দিয়ে গেছে। এই কয়েকটা দিন বন্ধুদের উপর নির্ভর করেই কাটাতে হবে বললেন অভিনেত্রী।

error: Content is protected !!