রাজ্যে চালু হলো কিউআর কোড চিপ সহ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স

রাজ্যে এই প্রথম চালু হলো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং ভেহিকেল রেজিস্ট্রেশন প্রিন্টিং এন্ড ডেসপ্যাচ সেন্টার। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বৃহস্পতিবার কলকাতার বেলতলা মোটর ভেহিকেলস দপ্তরে আনুষ্ঠানিকভাবে একটি অ্যাপসের সূচনা করেন। দেশের মধ্যে এই প্রথম এ রাজ্যে চালু হলো অত্যাধুনিক স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স। কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানানোর পরে অতি দ্রুত এই স্মার্ট কার্ড তৈরি করে পোস্টাল সিস্টেমের মাধ্যমে আবেদনকারীর বাড়ি পৌঁছে যাবে । এদিন বেলতলা মোটর ভেহিকেলস – এ এই ধরনের অত্যাধুনিক স্মার্ট কার্ডের শুভ সূচনা করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি জানান,আগে কাগজ ও ল্যামিনেশন এর মাধ্যমে তৈরি করা হতো ড্রাইভিং লাইসেন্স। এখন থেকে আধুনিক প্লাস্টিকের তৈরি এই স্মার্ট কার্ড। এর মধ্যে থাকছে কিউ আর  কোড দেওয়া চিপ। যার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা ড্রাইভারের সমস্ত পরিচয় পত্র থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্টের হদিশ মিলবে একসাথেই। পাশাপাশি গাড়ির নম্বর রেজিস্ট্রেশন থেকে শুরু করে গাড়ির যাবতীয় তথ্য ও দেওয়া থাকবে এই কিউবার কোড সম্বলিত কার্ডটিতে। ফলে এ রাজ্য থেকে শুরু করে দেশের যেকোন প্রান্তে সংশ্লিষ্ট গাড়ির চালক ও গাড়ির সমস্ত তথ্য একসাথেই পুলিশ ও প্রশাসনিক কর্তারা জেনে যেতে পারবেন এক নিমেষেই। অধিকাংশ সরকারি বাসের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে না। ফলে প্রায়শই বিভিন্ন সময়ে সরকারি বাস খারাপ হয়ে গেলে নিত্যযাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই বিষয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ উড়িয়ে দেন। তার মতে যে কোনও বাসের যন্ত্রাংশ যখন তখন খারাপ হতেই পারে। খারাপ হলে তা সারিয়ে পুনরায় চালানোর ব্যবস্থা করে থাকে পরিবহণ দপ্তর। তিনি আরো বলেন, এসি এবং নন এসি বাসগুলির রক্ষণাবেক্ষণের কাজ যথেষ্ট গুরুত্ব সহকারে চলছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই সাধারণ মানুষের উপর যাতে বাস ভাড়ার বোঝা না চাপে সেই লক্ষ্যে বাস ভাড়া বৃদ্ধির এখনই কোন সম্ভাবনা নেই বলেও এদিন আশ্বস্ত করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।