ওটিটি প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিও দেখানো হয়, কেন্দ্রকে কড়া নজর নেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের
ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে ‘পর্নোগ্রাফি’ও দেখানো হচ্ছে। কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার আগে অন্তত একবার দেখে নেওয়া জরুরি। এই বিষয়টি নিয়ে কেন্দ্রকে ভাবনা চিন্তার নির্দেশ দিল শীর্ষ আদালত। সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া এবং নেটফ্লিক্ল ও অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্মের ছবি–ভিডিও কনটেন্টকে নিয়মের জালে বেঁধে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই সংক্রান্ত কিছু নির্দেশিকাও জারি করা হবে সরকারের তরফে। তার মধ্যে যেন ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট ‘স্ক্রিনিং’–এর বিষয়টিও থাকে, এদিন সেই নির্দেশই দিল সুপ্রিম কোর্ট। ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ সংক্রান্ত একটি মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন অ্যামাজন ইন্ডিয়ার আধিকারিক অপর্ণা পুরোহিত। সেই মামলার শুনানি চলাকালীন ওই নির্দেশ দেন বিচারপতি অশোক ভূষণ। তিনি বলেন, ‘এখন ইন্টারনেট এবং ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখা এখন স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের মনে হয়, কিছু কনটেন্টের অবশ্যই স্ক্রিনিং প্রয়োজন। এখন তো পর্নোগ্রাফিও দেখানো হচ্ছে।’ অপর্ণা পুরোহিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তাঁর আইনজীবী মুকুল রোহতগি শীর্ষ আদালতে জানিয়েছেন, যে সংস্থার ওটিটি প্ল্যাটফর্মে ‘তাণ্ডব’ ওয়েব সিরিজটি দেখানো হয়, অপর্ণা তার একজন আধিকারিক মাত্র।