সেভিয়ার সোনু সুদ-কে স্যালুট জানালেন বিমান সংস্থা

প্যান্ডেমিকের প্রকোপ শুরু হওয়ার পর থেকে বিদেশে আটকে পড়া হাজার-হাজার ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য নিবিড়ভাবে কাজ করেছে সোনু সুদ। আর সেই কাজে সোনু পাশে পেয়েছিলেন ‘স্পাইসজেট’-কে। কিরগিজস্তানে আটক ১৫০০ এরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী এবং অন্যান্য দেশের মধ্যে রাশিয়া, উজবেকিস্তান, ম্যানিলা, আলমাতিতে আটকা পড়া শতাধিক ভারতীয় নাগরিককে ভারতে ফিরিয়ে আনেন সোনু। পরিযায়ী শ্রমিকদের ‘ঘর ওয়াপসি’র উদ্যোগকে সম্মান জানাল বেসরকারি বিমান সংস্থা ‘স্পাইস জেট’। করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষাপটে অভিনতা যে অতুলনীয় অবদান ভারতের ভিতরে ও বাইরে, পরিযায়ী শ্রমিকদের তাঁদের ঘরে পৌঁছে দিতে সাহায্য করেছেন তার জন্য একটি বিশেষ বিমান উৎসর্গ করেছে ‘স্পাইসজেট’। বিমানে আঁকা সোনু সুদের মুখ। লেখা রয়েছে, ‘এ স্যালুট টু দ্য সেভিয়ার সোনু সুদ’। স্পাইসজেটের চেয়ারম্যান অজয় সিং বলেন, “সোনু সুদের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন এবং মহামারী চলাকালীন আমরা একসঙ্গে যে কাজ করেছি তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। সোনুর নিঃস্বার্থ প্রচেষ্টা এবং লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করার জন্য তিনি যে অসামান্য কাজ করেছেন ধন্যবাদ জানাতে স্পাইস জেটের পক্ষে থেকে এই বিশেষ শ্রদ্ধা জানাই।” সোনু সুদ নিজেও সোশ্যাল হ্যান্ডেলে বিমানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘হাম্বলড, মনে পড়ে যাচ্ছে পাঞ্জাবের মোগা থেকে মুম্বইয়ের অসংরক্ষিত টিকিট নিয়ে যাত্রার কথা। মা-বাবাকে ভীষণ মিস করছি।’

https://www.facebook.com/ActorSonuSood/posts/289810169179343
error: Content is protected !!