
‘মহাকুম্ভ থেকে ১০০০ হিন্দু নিখোঁজ’, বিজেপিকে কাঠগড়ায় তুলে ‘বিস্ফোরক’ অভিযোগ অখিলেশের
মহাকুম্ভ মেলা শেষ হয়েছে গতমাসেই। কিন্তু এখনও চলছে রাজনৈতিক তরজা। বুধবার বিস্ফোরক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির প্রধান এবং সাংসদ অখিলেশ যাদব। প্রয়াগরাজের মহাকুম্ভে এ বার নানা দুর্ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গ তুলে অখিলেশ যাদব অভিযোগ করেছেন, মহাকুম্ভের পর থেকে এখনও অন্তত ১০০০ জন হিন্দু নিখোঁজ রয়েছেন। এই ঘটনা উত্তরপ্রদেশের বিজেপি সরকারের থেকে উত্তর দাবি করেছেন তিনি। অখিলেশের তোপ, ‘এখনও ১০০০ জন হিন্দু নিখোঁজ রয়েছেন। তাঁদের জন্য পোস্টারও পড়েছে। কিন্তু উত্তর প্রদেশের বিজেপি সরকার সেই পোস্টার সরিয়ে দিচ্ছে। সরকারের উচিত ওই ১০০০ জন হিন্দুকে খোঁজার চেষ্টা করা।’ এ বারের মহাকুম্ভে একাধিক পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। বার বার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। সেই প্রসঙ্গ তুলে বার বার বিরোধীরা অভিযোগ করেছে, মহাকুম্ভ আয়োজনে বিজেপি সরকার ব্যর্থ। বুধবারও একই অভিযোগ করেছেন অখিলেশ যাদব। পাশাপাশি খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন অখিলেশ, মহাকুম্ভ আয়োজনে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে, তা-ও জানতে চেয়েছেন তিনি। অখিলেশের তোপ, ‘এখনও ১০০০ জন হিন্দু নিখোঁজ রয়েছেন। তাঁদের জন্য পোস্টারও পড়েছে। কিন্তু উত্তর প্রদেশের বিজেপি সরকার সেই পোস্টার সরিয়ে দিচ্ছে। সরকারের উচিত ওই ১০০০ জন হিন্দুকে খোঁজার চেষ্টা করা।’ এ বারের মহাকুম্ভে একাধিক পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। বার বার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। সেই প্রসঙ্গ তুলে বার বার বিরোধীরা অভিযোগ করেছে, মহাকুম্ভ আয়োজনে বিজেপি সরকার ব্যর্থ। বুধবারও একই অভিযোগ করেছেন অখিলেশ যাদব। পাশাপাশি খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন অখিলেশ, মহাকুম্ভ আয়োজনে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে, তা-ও জানতে চেয়েছেন তিনি।