মধ্য রাত পর্যন্ত জয়পুরে আটকে, দিল্লি বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ ওমর আবদুল্লার

বিশৃঙ্খলার অভিযোগে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জম্মু থেকে দিল্লিগামী তাঁর বিমানটি জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। গভীর রাত পর্যন্ত জয়পুরের আটকে থাকতে হয় তাঁকে। রাত ১টা নাগাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি সেলফি শেয়ার করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। জয়পুরে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে তোলা সেই সেলফির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘দিল্লি বিমানবন্দর একটি শিট শো। জম্মু থেকে ওড়ার তিন ঘণ্টা পর আমরা জয়পুরের দিকে যাত্রা শুরু করলাম। এখন রাত ১টায় আমি প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। এখান থেকে কখন এই বিমান ছাড়তে পারে, তা জানি না।’ যদিও এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে মুখ খোলেনি দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। গতিপথ পরিবর্তন নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি উড়ান সংস্থা। যদিও সূত্রের খবর, খারাপ আবহাওয়া বা রানওয়ের যানজট এই ডাইভারশনের কারণ হয়ে থাকতে পারে।

error: Content is protected !!