
পরীক্ষা বয়কট, অফলাইনের বদলে অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলনে ফের উত্তপ্ত বিশ্বভারতী
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা ২০ জুন থেকে শুরু হয়েছে। অফলাইনে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে বলেই জানায় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ। পরীক্ষাসূচি কর্তৃপক্ষ আগেই প্রকাশ করেছে। কিন্তু পরীক্ষা শুরুর কয়েকদিন আগে থেকেই একদল ছাত্রছাত্রী বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা কোন মাধ্যমে নেওয়া হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক

করবে। তবে তা শুনতে নারাজ বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। পড়ুয়ারা বলেন, “করোনার জেরে অনলাইনে ক্লাস হয়েছে। অধ্যাপকেরা সিলেবাস শেষ না করে পিডিএফ দিয়ে দিয়েছেন। তার ফলে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। পরীক্ষায় বেশি নম্বর পাওয়া খুবই গুরত্বপূর্ণ। তাই অফলাইনে পরীক্ষা নিলে সব থেকে ক্ষতিগ্রস্থ হবে ছাত্রছাত্রীরা। কর্তৃপক্ষের উচিত অনলাইন পরীক্ষা নেওয়া।” কারণ, করোনার জেরে দীর্ঘ সময় তারা অনলাইনে ক্লাস করেছে। তাই তাদের পক্ষে ভবনে এসে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আজ আন্দোলন ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করায়, ওই পরীক্ষা নিয়ে কী পদক্ষেপ নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ, সেই নিয়ে উঠছে প্রশ্ন!